নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। শুক্রবার পঞ্চগড়ের আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে গুটিকয়েক মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি করে সমস্ত সম্পদের মালিক হয়েছে। আমাদেরকে জমিদারি প্রথা ভেঙে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হওয়ার জন্য লড়াই করতে হবে।” তিনি আরও যোগ করেন, “একটি দলের কিছু মানুষ লুটপাট করে বিত্তবান ও জুলুমবাজ হয়ে গিয়েছিলেন – তারাই আজ দেশ ছেড়েছে। তারা নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছেন, এটা কোনো দলের নেতার কাজ হতে পারে না।”
এই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলামের এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।