৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শুধু ডিগ্রি নয়, চাই স্কিল : রাজশাহী কলেজে ‘ফাস্ট লিংক’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো সময়োপযোগী এক ওয়ার্কশপ “FirstLink: Start Your Career with Bdjobs & LinkedIn”। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কলেজের হাজী মুহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমেওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে ক্লাব সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে মূল সেশন পরিচালনা করেন মো. শাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, লাইকিং প্লাস ইনফো টেক বাংলাদেশ এবং আইটি সেক্রেটারি, আরসিবিসি। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখান কিভাবে লিঙ্কডইন প্রোফাইল তৈরি ও ব্যবস্থাপনা করতে হয়, বিডিজবসে প্রফেশনাল একাউন্ট খোলা যায় এবং কীভাবে দক্ষ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী কর্পোরেট ক্যারিয়ারের প্রস্তুতি নিতে পারে।

ওয়ার্কশপে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ৪০ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদুজ্জামান খান।

তিনি বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যেখানে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয় প্রফেশনাল স্কিল, স্মার্ট যোগাযোগ এবং আত্মপ্রকাশের সঠিক প্ল্যাটফর্মও অত্যন্ত জরুরি। লিঙ্কডইন বা বিডিজবসের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। তোমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছো, তারা আর দশজন শিক্ষার্থীর থেকে আলাদা। কারণ, তোমরা নিজের দক্ষতা বাড়াতে, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে সচেষ্ট। এটা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি তোমাদের জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ।

তিনি আরও বলেন, রাজশাহী কলেজ বিজনেস ক্লাব সবসময় চায় তার সদস্যরা শুধু পড়াশোনাতেই নয়, বরং বাস্তবজীবনের জন্য প্রস্তুত হয়ে উঠুক। এজন্যই আমাদের এ ধরনের উদ্যোগ।

ক্লাব সদস্যরা জানান, এই ধরনের ওয়ার্কশপ তাদের ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে। বিশেষ করে লিঙ্কডইন ও বিডিজবস প্ল্যাটফর্মে নিজেদের তুলে ধরার কৌশল ও পেশাদারী নেটওয়ার্ক গড়ার গুরুত্ব সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছেন।

ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন “ওয়ার্কশপে অংশ নিয়ে বুঝতে পেরেছি, শুধু সিভি বানালেই হয় না—নিজেকে অনলাইনে সঠিকভাবে উপস্থাপন করাটাও অনেক গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন ব্যবহার শেখা আমার জন্য নতুন অভিজ্ঞতা।”

ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষের ফুয়াদ নামে আরেক শিক্ষার্থী বলেন, “বিডিজবসে প্রফেশনাল একাউন্ট তৈরি করতে গিয়ে যেসব বিষয় খেয়াল রাখতে হয়, তা শিখে ভালো লাগলো। এসব জিনিস ক্যারিয়ারে অনেক কাজে দেবে বলে মনে হচ্ছে।”

রাজশাহী কলেজ বিজনেস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top