মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
খোকসা উপজেলার পদ্মবিলা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন হামিদ মল্লিক (৩৪)। দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, ৩ জুলাই ২০২৫ ইং তারিখে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কোনো এক সময়ে তিনি ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।
পরবর্তীতে হামিদ এর ফুফু মোছাঃ হাসিনা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বমি করতে দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।