৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মানসিক রোগে ভুগছিলেন হামিদ, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

খোকসা উপজেলার পদ্মবিলা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন হামিদ মল্লিক (৩৪)। দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, ৩ জুলাই ২০২৫ ইং তারিখে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কোনো এক সময়ে তিনি ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

পরবর্তীতে হামিদ এর ফুফু মোছাঃ হাসিনা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বমি করতে দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top