৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৮ বছর পর ‘ভুল বুঝতে পারলেন’ মিথিলা

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী মিথিলা (রাফিয়াত রশিদ মিথিলা) সম্প্রতি একটি পডকাস্টে তার বিচ্ছেদের কষ্টকর অভিজ্ঞতা এবং নারীদের আর্থিক স্বাধীনতার গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তাহসান খানের সঙ্গে তার ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে বিচ্ছেদ শিল্পী মহলে আলোচনার জন্ম দিয়েছিল।

২০০৬ সালের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম থেকে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিথিলা ও তাহসান। ২০১৩ সালে তাদের কন্যাসন্তান আইরা তাহরিম খানের জন্ম হয়। মিথিলা জানান, বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা প্রায় দুই বছর আলাদা থাকলেও তিনি মন থেকে এটা মেনে নিতে পারেননি। “আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি,” বলেন তিনি।

তিনি তার সেই সময়ের মানসিক অবস্থার কথা স্মরণ করে বলেন, “২৩ বছর বয়স থেকে আমি জীবনকে একভাবে ভেবে এসেছিলাম, হঠাৎ সব বদলে গেল। আমি তখন অল্পবয়সী এক তরুণী মা, যার একটি এক বছরের শিশু আছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক শক্তি আমার ছিল না।”

মিথিলা তার অভিজ্ঞতা থেকে নারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেন: “মেয়েদের নিজস্ব জায়গা খুব কম থাকে। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি – কিন্তু নিজের জায়গা থাকা জরুরি। নারীদের প্রথমেই আর্থিক স্বাধীনতা অর্জন করা উচিত, নইলে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।”

তিনি তার সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, “আমি তখন চাকরি করতাম, কিন্তু নিজের গাড়ি পর্যন্ত ছিল না। অথচ আমার ও আমার মেয়ের গাড়িতে চলাফেরার অভ্যাস ছিল।”

বর্তমানে মিথিলা তার ক্যারিয়ারে সফল এবং মেয়ে আইরা তাহরিমকে নিয়ে স্বাবলম্বী জীবন যাপন করছেন। তার এই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে, যেখানে অনেক তরুণী তাকে ধন্যবাদ জানিয়েছেন সততার সঙ্গে জীবনসংগ্রামের কথা বলার জন্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top