মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
২ জুলাই পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পাটগ্রাম থানায় নামীয় ৩৩ জন ও অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।আজ সকালে মূল অভিযুক্ত সোহেল (৩৭) কে তার নিজ বাড়ি থেকে স্পেশাল ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করা হয়।
এদিকে বিএনপি এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, চাঁদাবাজদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা আরও জানায়, ঘটনায় জড়িত সন্দেহে দলের কয়েকজন নেতাকর্মীকে রাতেই বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ঘটনার দিন হাতীবান্ধা থানার পুলিশের সহায়তা করতে গেলে বাধা প্রদান করায় সেখানকার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজলকেও গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে পাটগ্রাম ও আশপাশের এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        