মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
গত ৪ জুলাই শুক্রবার, পবিত্র জুমার দিনে খোকসা উপজেলার প্রাণকেন্দ্র স্কুল মার্কেট এলাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে, বাজার অনেকটাই ফাঁকা থাকলেও, হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে স্কুল মার্কেটের একটি অংশে। মুহূর্তের মধ্যে পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে যায়।
আজ ৬ জুলাই শনিবার, দুপুর ১২ টায়, ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, তার সঙ্গে উপস্থিত ছিলেন— খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে তিনি দগ্ধ দোকান মালিকদের খোঁজখবর নেন এবং তাঁদের ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হন।
সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, খোকসা বাজার কুষ্টিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র। তাই এ বাজারে বৈদ্যুতিক ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং মার্কেট ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন করা জরুরি। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে সব ব্যাবসায়ীদের।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন।