নিজস্ব প্রতিনিধি:
জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান, যিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন, রোববার সকালে বাড়ি ফিরেছেন। তার পরিবার জানিয়েছে, মুশফিকুর ভুল করে মোবাইল ফোন বাড়িতে রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন, যার কারণে তিন দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
মুশফিকুরের ভাই জিয়াউর রহমান বলেন, “ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকায় তিনি কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। যাওয়ার সময় মোবাইল ফোন বাড়িতে রেখে যান, ফলে আমরা তাকে ফোন করতে পারিনি। পরে তিনি ফেরার সময় গাড়ি মিস করায় শনিবার পর্যন্ত দেরি হয়ে যায়। তিনি শনিবার বিকেলে আমাদের খবর দেন এবং রোববার সকালে বাড়ি ফিরে আসেন। এটা একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে।”
এর আগে, মুশফিকুর রহমানের পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জানিয়েছিল। তবে এখন তিনি নিরাপদে বাড়ি ফিরেছেন এবং পুরো ঘটনাকে একটি সাধারণ ভুল হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে।