নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের আন্দোলনের লক্ষ্য ছিল গণভবন জয় করা, আর এবারের লক্ষ্য হবে জাতীয় সংসদ দখল করে বাংলাদেশের পুনর্গঠন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের বিজয় হবে এবং দেশে একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
রোববার (৬ জুলাই) রাতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব। আমাদের সংগ্রাম কেবল শেখ হাসিনার পতনের জন্য নয়, বরং একটি সংস্কারমুখী বাংলাদেশ গড়ার জন্য।”
তিনি ৫ আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, “আমার ভাই আবু সাঈদসহ অনেক তরুণ পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন। কিন্তু শুধু সরকার পতনই আমাদের লক্ষ্য ছিল না, আমরা চেয়েছিলাম একটি সুশাসিত বাংলাদেশ। তবে ৫ আগস্টের পর ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ বন্ধ হয়ে যায়।”
নাহিদ ইসলাম স্বীকার করেন, তাদের কিছু ভুল ও সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন তারা শপথ নিয়েছে ভুলগুলো আর কখনও পুনরাবৃত্তি করবে না। তিনি বলেন, “স্বৈরশাসন ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
তিনি দাবি করেন, নির্বাচনের আগেই সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। “খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, নতুন সংবিধান চাই। আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে জনগণের কাছে নতুন গণতান্ত্রিক সংবিধানের প্রতিশ্রুতি দিচ্ছি,” বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “যারা বলে জুলাই কেবল আবেগের মাস, তাদের জানিয়ে দিই, ৩ আগস্ট আমরা আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব। যারা জুলাইকে সংবিধানে স্বীকৃতি দিতে চায় না, তারা আসলে মুজিববাদের পুনরুত্থান চায়। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি তার বক্তব্যে তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।