নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের নীতিকে সমর্থনকারী দেশগুলোর উপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, “যে কোনো দেশ যদি ব্রিকসের যুক্তরাষ্ট্রবিরোধী নীতিকে সমর্থন করে, তাদের উপর এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। এ ব্যাপারে কোনো ব্যতিক্রম হবে না।”
ট্রাম্পের এই হুমকি আসে ঠিক যখন ব্রিকস সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি সমালোচনা করেছে এবং আইএমএফ ও আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থায় সংস্কারের প্রস্তাব দিয়েছে। বর্তমানে ব্রিকস জোটের সদস্য সংখ্যা ১১টিতে উন্নীত হয়েছে, যেখানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস।
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তারা বলেছেন, এটি আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করছে। গত জুনে ব্রিকস নেতারা ইরানের উপর ইসরাইল ও আমেরিকার সামরিক হামলাকেও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুমকি বিশ্বব্যাপী চলমান বাণিজ্য সংঘাতকে আরও তীব্র করতে পারে এবং ব্রিকস জোটের প্রতি মার্কিন বিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। ব্রিকস জোটের সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের দাবি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।