মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রাম থেকে জনতা কর্তৃক মাদকসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা নিল পুলিশ।
এসআই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। উজিরপুরে মাদকসহ মাদক ব্যবসায়ীকে আটক করলো জনতা – ছেড়ে দিল পুলিশ। এই শীর্ষক সংবাদ বাংলাদেশের জাতীয় আঞ্চলিক অনলাইন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর। বাধ্য হয়ে গত ৪ জুলাই এর তারিখ দেখিয়ে মামলাটির রুজু করেন উজিরপুর মডেল থানা পুলিশ।
সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে উজিরপুর মডেল থানার একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক পুলিশ কর্মকর্তা বলেন মডেল থানার কতিপয় সিনিয়র কর্মকর্তার জন্য এ থানার আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। যার বদনাম পুলিশকে নিতে হচ্ছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আলমগীর হোসেন জানান, এ মামলার আমাকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে, মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ০৩ জুলাই জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূলপাইন বাজারে বৃহস্পতিবার রাত দশটায় সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তী( ৫০) কে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশের সোপর্দ করে। এ সময় পুলিশ উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে এবং ছেড়ে দেন এস,আই আসাদুল ইসলাম বিষয়টি স্থানীয়রা জানতে পারলে খোভে ফেটে করেন। মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার বিষয় এস আই আসাদের কাছে জানতে চাইলে তিনি জানান, আটক কৃতকে গণধোলাই দেওয়া হয়েছে এবং মাদক পাওয়া গেছে রাস্তার উপর তাই তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম এর সরকারি মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি ছুটিতে থাকায় এস,আই জ্যোতির্ময় হালদার ফোন রিসিভ করেন। তিনি বলেন এ বিষয়ে পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন।
মাদকসহ আটক কৃত জীবন চক্রবর্তী মূলপাইন গ্রামের অনন্ত লাল চক্রবর্তীর পুত্র।
উজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান সাংবাদিকদের কে বলেন মাদক ব্যবসায়ের সাথে তাদের কো নেতাকর্মী যদি জড়িত থাকে এমনকি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোন নেতার কর্মী বাধা দেয় তাহলে সেই নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হবে। মাদক ব্যবসায় পুলিশও যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।
মাদক নির্মূলের বিষয় উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি খোকন সরদার বলেন, মাদক ব্যবসায়ীদেরকে যে সকল পুলিশ কর্মকর্তা সহায়তা করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়েত ইসলাম শক্ত হাতে প্রতিবাদ করবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ আলী সুজা বলেন, মাদক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে এমন কোন বিষয়ে পুলিশ প্রশাসন সহ কোন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিষয় ব্যবস্থা নেওয়া হবে।