মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়। সোমবার (০৭ জুলাই) নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি বাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় তিন কেজি পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে মেসার্স মোজাফফর স্টোর-এ নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা পারভীন মিতা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।
অভিযান চলাকালে স্থানীয় দোকানদারদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অন্যান্য দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।