সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
মোহনগঞ্জ থানা পুলিশ কতৃর্ক মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত কাল ০৭/০৭/২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাতে শিয়ালজানী খালের দুই পাড়ে পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়।
তারপর ভ্রাম্যমান আদালত দুইজনকে পাঁচ দিনের কারাদণ্ড বাকি দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে, অফিস আদালতের সম্মুখে মাদক সেবনকারীদের কে আটক করার জন্য সোর্স এর মাধ্যমে তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে মোহনগঞ্জ থানা পুলিশের ।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আমিনুল ইসলাম বলেছেন,” মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় পুলিশের তৎপরতা চলছে। সবার সহযোগিতায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে চাই।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        