১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দুদকের বরখাস্ত কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ রায় ঘোষণা করে ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে তার সব পাওনা বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা দিয়ে চাকরিতে ফিরিয়ে আনতে দুদককে নির্দেশ দেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর ২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরতের দাবিতে হাইকোর্টে রিট করেন তিনি। শরীফ উদ্দিনের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক ও ব্যারিস্টার সালাউদ্দিন দোলন শুনানিতে অংশ নেন।

রায় পাওয়ার পর শরীফ উদ্দিন বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি।” হাইকোর্টের এই রায় দুদকের সাবেক এই কর্মকর্তার দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি টানল। আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে তাকে সব সুবিধাসহ পুনর্বহাল করতে হবে।

এই রায় দুদকের সিদ্ধান্ত প্রক্রিয়া ও কর্মকর্তাদের চাকরি নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। দুদকের পক্ষ থেকে এখনো এই রায় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top