১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভারতের ‘দ্বিপাক্ষিক সমাধান’ দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের জবাব: ‘আমরাই যুদ্ধবিরতি করিয়েছি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে ভারতের ‘দ্বিপাক্ষিক সমাধান’ দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনে বুধবার (৯ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ আমরা থামিয়েছি,” যা ভারতের দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এক প্রশ্নের উত্তরে ব্রুস ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্য খণ্ডন করে বলেন, “সবাই মতামত দিতে পারে, কিন্তু ভারতের উপস্থাপিত অবস্থান সঠিক নয়।” তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি এই শান্তি প্রক্রিয়ায় জড়িত ছিলেন।

ভারতের সংসদীয় কমিটিকে দেওয়া বক্তব্যে মিশ্রি দাবি করেছিলেন, যুদ্ধবিরতি কেবল ভারত-পাকিস্তানের মধ্যেই সমঝোতায় হয়েছিল এবং সংঘাত কখনো পারমাণবিক স্তরে পৌঁছায়নি। ব্রুস এই দাবিকে ‘ভুল’ আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে ব্রুস গাজার সংঘাত ও আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত উত্তেজনা নিয়েও মার্কিন উদ্যোগের কথা জানান। তার মতে, “প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বচ্ছ ও সক্রিয়।”

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য উদ্ধৃত করে ব্রুস পুনর্ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্রই ভারত-পাকিস্তান সংঘাত নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা রেখেছে। এই বক্তব্য দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের মাত্রা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top