নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে ব্যবহারের যোগ্য নয়। বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের (ইসি) শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই তার এই প্রতিক্রিয়া আসে। সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা ও তারকাও জাতীয় প্রতীকের অংশ। তাই শাপলা রাজনৈতিক প্রতীক হিসেবে অগ্রহণযোগ্য হলে ধানের শীষেরও একই অবস্থা হওয়া উচিত।
তিনি আরও লিখেন, জাতীয় প্রতীকের কোনো একটি অংশ যদি রাজনৈতিক প্রতীক হিসেবে অনুমোদিত হয়, তাহলে শাপলার ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত। এছাড়া, তিনি প্রশ্ন তোলেন, জাতীয় ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে নিতে আইনগত কোনো বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে একটি মার্কা হিসেবে নিবন্ধিত। যদি মার্কা নিয়েই ইসির আপত্তি থাকে, তাহলে তা আগেই জানানো উচিত ছিল।
এর আগে, বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ জানিয়েছিলেন, নির্বাচনি প্রতীক হিসেবে শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।