মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় পরিবার, মসজিদ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন ও গৃহমুন্জুরীর চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উক্ত ঢেউটিন বিতরণ ও গৃহমঞ্জুরীর চেক বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা: সারমিনা সাত্তার।
জানাগেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয়ের “মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ” কর্মসূচীর আওতায় বিনামূল্যে উপজেলার অসহায় পরিবার, মসজিদ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জনকে জনপ্রতি দুই বান্ডিল করে মোট ৩২ বান্ডিল ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবত জনপ্রতি ৬ হাজার টাকার করে মোট ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।