নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ‘শি-স্টেম’ এবং ‘সেবা প্ল্যাটফর্ম লিমিটেড’ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
সোমবার (৭ জুলাই) ঢাকার লাইটক্যাসেল পার্টনারস-এর অফিসে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ‘SOLVIO – AI Hackathon’ নামে এক যুগান্তকারী উদ্যোগের সূচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও আদনান ইমতিয়াজ হালিম, সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল (সাজিব) হক, লাইটক্যাসেল পার্টনারস-এর সিইও বিজন ইসলাম, সেবা ফাইন্যান্স ও অপারেশনস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাশরুর রহিম সাদাত, শি-স্টেম-এর প্রজেক্ট ম্যানেজার ওমর ফারহান খান।
এ উদ্যোগের মাধ্যমে নারী STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) গ্র্যাজুয়েটদের জন্য ১০টি পূর্ণকালীন চাকরি, ১৫টি ইন্টার্নশিপ ও ১৫টি ট্রেইনিশিপের সুযোগ তৈরি হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নারী STEM শিক্ষার্থীদের উচ্চশিক্ষা থেকে পেশাজীবনে প্রবেশের পথের মাঝে যে ফাঁক রয়েছে— যেটিকে ‘লিকি পাইপলাইন’ বলা হয়— তা দূর করে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা। বর্তমানে বাংলাদেশে STEM-এ স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২১ শতাংশ নারী হলেও, কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ মাত্র ১ শতাংশেরও নিচে। এই পরিসংখ্যানই প্রমাণ করে, কেবল শিক্ষার সুযোগই যথেষ্ট নয়; চাকরির সুযোগের অভাব, দক্ষতার ঘাটতি, পরিবার ও সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নারীদের পেশাজীবনে প্রবেশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শি-স্টেম ও সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর এই অংশীদারিত্ব সেই বাধা অতিক্রমে একটি বাস্তবমুখী পদক্ষেপ। তরুণী STEM গ্র্যাজুয়েটদের হাতে চাকরির বাস্তব সুযোগ তুলে দেওয়ার মাধ্যমে ‘লিকি পাইপলাইন’ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম বলেন, “আমরা প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করি, আর এ কাজে নারীদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা নারীদের বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দিতে পারবো, যেখানে তারা বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।”
লাইটক্যাসেল পার্টনারস-এর সিইও বিজন ইসলাম বলেন, “সেবার মতো অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারা আমাদের জন্য গর্বের। STEM পাস করা নারীদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত করতে এ ধরনের কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।”
শি-স্টেম প্রকল্পের পক্ষে প্রজেক্ট ম্যানেজার ও লাইটক্যাসেল পার্টনারস-এর সিনিয়র বিজনেস কনসালটেন্ট ওমর ফারহান খান বলেন, “আমরা শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে থাকবো না, নিশ্চিত করবো যেন এই দক্ষতাগুলো বাস্তব কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারে নারীরা। এটাই আমাদের প্রকৃত সাফল্য।”
শি-স্টেম একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যা নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং বাস্তবায়ন করছে পাঁচটি অংশীদার সংস্থা— টেন মিনিট স্কুল, a2i (Access to Information), লাইটক্যাসেল পার্টনারস, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ক্যারিয়ার কাউন্সেলিং, সফট স্কিলস প্রশিক্ষণ, প্রযুক্তি-ভিত্তিক কোর্স এবং মেন্টরশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তবে এই MoU শি-স্টেম-এর প্রথম পদক্ষেপ যেখানে সরাসরি চাকরি ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
‘SOLVIO – AI Hackathon’ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি কর্মপন্থা। এতে নির্বাচিত নারীরা বাস্তব সমস্যা সমাধানে অংশ নেবেন এবং সেবা প্ল্যাটফর্মের প্রকৃত প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। সফল অংশগ্রহণকারীদের জন্য থাকবে চাকরি ও প্রশিক্ষণ সুবিধা। এটি এক বিশেষ উদ্যোগ যা নারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির মাধ্যমে ভবিষ্যতের কর্মসংস্থানে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ বর্তমানে এলডিসি থেকে উত্তরণের পথে। এমন সময়ে নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। STEM-এ নারীদের সম্পৃক্ততা কেবল জেন্ডার ইস্যু নয়, এটি দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।
বিশেষজ্ঞদের মতে, STEM শিক্ষায় দক্ষ নারী কর্মী তৈরি হলে প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি ও উদ্ভাবনী খাত নতুন মাত্রায় এগিয়ে যাবে। শি-স্টেম ও সেবা প্ল্যাটফর্মের এই যৌথ উদ্যোগ কেবল একটি MoU নয়, এটি একটি অঙ্গীকার, নারী পেছনে থাকবে না, তারা এগিয়ে যাবে নেতৃত্ব দিতে। এই সহযোগিতা কেবল চাকরি নয়, বরং ভবিষ্যৎ নির্মাণের একটি সেতুবন্ধন। যেখানে নারীরা উদ্ভাবনের মাধ্যমে গড়বে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ