মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ভিজিএফ কার্ডের গ্রাহক যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই যাচাই বাছাই প্রকৃয়ার কাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নবাবপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য শ্রী পলাশ চন্দ্র কর, মোঃ আমিনুর রহমান মিয়া (বাবু), মোঃ কাবিলউদ্দিন মন্ডল, মোঃ আকরাম হোসেন, মোঃ কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মর্জিনা বেগম, মোছাঃ সাফিয়া বেগম, মোছাঃ আসমা বেগমসহ অনেকেই।
চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর বলেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য হতদরিদ্রদের জন্য ভিজিএফ কার্ডের আবেদন গ্রহণ করা হয়েছে। এরমধ্যে থেকে যাচাই বাছাই করে প্রকৃতপক্ষে যারা পাওয়ার উপযুক্ত তাদেকেই এই কার্ডের আওতায় আনা হবে। যারা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে এর আওতা থেকে বাদ দেওয়া হবে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এলাকাবাসীর কাছে দোয়া কামণা করেন চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর