১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চলতি বছরে এসএসসি পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন পরীক্ষার্থী ফেল করেছে

নিজস্ব প্রতিনিধি:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড একযোগে ফল প্রকাশ করে। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পাস করেছে, যার পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ১৪.৫৯ শতাংশ কমেছে। আর ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন এসএসসি পরীক্ষার্থী।

এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭টি কম। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষায় ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে অংশ নিয়েছিল।

শিক্ষা বোর্ডভিত্তিক ফলাফলে রাজশাহী বোর্ড ৭৭.৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে বরিশাল বোর্ড ৫৬.৩৮ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে। ঢাকা বোর্ডে পাসের হার ৬৭.৫১ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৩৭ হাজার ৬৮ জন, যা গত বছরের তুলনায় যথাক্রমে ১৬.৪১ শতাংশ ও ১২ হাজার ২২২টি কম।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন পাস করেছে, যার পাসের হার ৬৮.০৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার দাখিলে পাসের হার ১১.৫৭ শতাংশ কমেছে। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও ৫ হাজার ১৪০টি কমে ৯ হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল শাখায় পাসের হার ৭৩.৬৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ৭.৭৫ শতাংশ কম। তবে এই শাখায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৮৭০টি বেড়ে ৪ হাজার ৯৪৮ জন হয়েছে।

বিভিন্ন বোর্ডের ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম বোর্ড ব্যতীত সকল বোর্ডেই পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। বিশেষজ্ঞরা এই ফলাফল হ্রাসের কারণ হিসেবে চলতি বছরের কঠোর মূল্যায়ন পদ্ধতি ও নকল প্রতিরোধ ব্যবস্থাকে দায়ী করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top