নিজস্ব প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু হওয়া সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার ১৬ বছরব্যাপী শাসনামলে নারী-পুরুষ নির্বিশেষে সকল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করা হতো। এই অযৌক্তিক রীতিকে ‘স্বৈরাচারী শাসনের প্রতীক’ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা পরিষদ একে বাতিলের সিদ্ধান্ত নেয়।
একই বৈঠকে সরকারি প্রোটোকল নির্দেশিকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রোটোকল ও সম্মাননা সংক্রান্ত সংশোধিত প্রস্তাব উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের সময়ে নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করা হতো, যা সামাজিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। নতুন এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক রীতিনীতি পুনরুদ্ধারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।