১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১২ শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী চারজন, পাস করেনি কেউ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে টানা দুই বছর এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেয় মাত্র চারজন শিক্ষার্থী। কিন্তু কেউই পাস করতে পারেনি। এর আগের বছরও দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তারাও অকৃতকার্য হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের জানুয়ারিতে একাডেমিক স্বীকৃতি পেলেও শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা নেই বললেই চলে। কাগজে-কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ১৭৫ জন দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। বিদ্যালয়ে রয়েছেন প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী।

স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যালয়টি প্রায় সময়ই বন্ধ থাকে। মাঝে মাঝে দুই-একজন শিক্ষক এলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।

জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, “এবার চারজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি।”

এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডিমলা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, “গত বছর দুইজন এবং এবার চারজন পরীক্ষার্থী অংশ নিয়েছে—তারা সবাই ফেল করেছে। পরপর দুবার ফল শূন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই চিত্র শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, শিক্ষা ব্যবস্থার প্রতি সমাজের আস্থাকেও প্রশ্নের মুখে ফেলেছে। স্থানীয়রা এই অব্যবস্থাপনার দ্রুত তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top