১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন

নিজস্ব প্রতিনিধি:

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার (১১ জুলাই) থেকে। এই আবেদন কার্যক্রম আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীন ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শুধুমাত্র টেলিটক মোবাইল অপারেটর ব্যবহার করে এই আবেদন করতে পারবেন।

প্রতিটি বিষয়ের পুনঃনিরীক্ষণের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে শিক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফরম্যাট হলো: RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড। একাধিক বিষয়ের জন্য কমা (,) দিয়ে কোড লিখতে হবে, যেমন: RSC DHA 123456 ১০১,১০২।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, এসএমএস পাঠানোর পর শিক্ষার্থীরা একটি কনফার্মেশন মেসেজ পাবেন, যাতে ফি কাটার বিষয়টি উল্লেখ থাকবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন করে খাতা মূল্যায়ন করা হবে না, বরং নম্বর যোগে কোনো ভুল হয়েছে কিনা বা কোনো উত্তর বাদ পড়েছে কিনা তা পরীক্ষা করা হবে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ছয় লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে, যার মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top