১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কুয়েত দুই মাসে ৬,৩০০ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুয়েত সরকার গত মে ও জুন মাসে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৩০০ বিদেশি কর্মীকে দেশ থেকে বহিষ্কার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসন আইনের কঠোর প্রয়োগের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুয়েতের বহিষ্কার ও আটক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে অনেককে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে, আবার কেউ কেউ আদালতের রায় অনুযায়ী দেশত্যাগে বাধ্য হয়েছেন। বিভাগটি দাবি করেছে, বহিষ্কারের সময় সংশ্লিষ্টদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অভিবাসন রোধ ও শ্রমবাজার নিয়ন্ত্রণে সম্প্রতি অভিযান তীব্র করা হয়েছে। দেশজুড়ে অবৈধভাবে বসবাসরত বা কর্মরত বিদেশি নাগরিকদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অপারেশন অব্যাহত রয়েছে। আটককৃতদের দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের অভিবাসন ও শ্রম আইনের কঠোর প্রয়োগ বাড়িয়েছে। এই পদক্ষেপ স্থানীয় শ্রমবাজার সংরক্ষণ এবং অবৈধ অভিবাসন হ্রাসের বৃহত্তর পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top