নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১১ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনায় দুই দেশ বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
প্রধান উপদেষ্টার পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই বৈঠকে শুল্ক ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক আলোচনা হয়েছে। গ্রিয়ার বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক শুল্ক কাঠামো নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানিও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ শুল্কের ক্ষেত্রে ন্যায্যতা প্রত্যাশা করে এবং পরিবেশ যেন প্রতিযোগিতামূলক থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করেছে।”
বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি এই আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। তৃতীয় দিনের আলোচনা স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।
বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে শুল্ক কাঠামো সহনীয় রাখার বিষয়টি অত্যন্ত জরুরি। আলোচনায় কিছু ইস্যু এখনও অমীমাংসিত থাকলেও উভয় পক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে।