নিজস্ব প্রতিনিধি:
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মাৎ সাগরিকা, যার নেতৃত্বে দলটি জয়ী হয়।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানীর ফ্রি-কিক থেকে গোল দিয়ে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর মুনকি আক্তার, সাগরিকা, সিনহা জাহান ও রুপা আক্তারের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়, যেখানে সাগরিকা ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ দিকে শ্রীলঙ্কার লাইয়ানশিকা একটি সান্ত্বনা গোল করলেও রুপা আক্তার ও শান্তি মার্ডির গোলে বাংলাদেশের জয় ৯-১-এ পৌঁছায়।
এই টুর্নামেন্টে ভারত অংশ না নেওয়ায় চার দলের মধ্যে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ জুলাই নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা। ২০২৪ সালে সর্বশেষ এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল বাংলাদেশ, যাদের রেকর্ডে এখন পর্যন্ত পাঁচ আসরে চারটি শিরোপা রয়েছে।
কোচ পিটার বাটলারের নেতৃত্বে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুত ২৩ সদস্যের মধ্যে ৮ জনকে শুরুর একাদশে রাখেন। ম্যাচজুড়ে দলের আক্রমণাত্মক ফুটবল ও গোল করার ক্ষমতা আসরের বাকি ম্যাচগুলোর জন্য ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে সাগরিকার পারফরম্যান্স এবং দলের সমন্বিত খেলার ধরন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।