নিজস্ব প্রতিনিধি:
মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় যুবদল ও বিএনপি থেকে সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল বহন করবে না। সকল নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” সংগঠনটি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে অভিযুক্তদের বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়, যার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ ও র্যাব ইতিমধ্যে এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে।