মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
টানা ৪০ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ ঘরবাড়ি ও কাজ হারিয়ে বিপাকে পড়েন, বিশেষ করে দিন এনে দিন খাওয়া হতদরিদ্র পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
এই সংকটকালে মানবিক ভূমিকা পালন করেছে দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতৃত্বে ১০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়, যাতে তারা অন্তত প্রাথমিক খাদ্য সংকট থেকে সাময়িক স্বস্তি পেতে পারে।
উক্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ২ নং বোয়ালখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা। এছাড়াও সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেছে দীঘিনালা উপজেলা প্রশাসন।
চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, “এই দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, তারা শুধু এই দুর্যোগেই নয়, ভবিষ্যতেও সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।