১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নরসিংদীর মনোহরদীতে জনকল্যাণ নাগরিক সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে জনকল্যাণ নাগরিক সমাজ (জনাস) এর উদ্যোগে আজ ১১ জুলাই, শুক্রবার সকালে নরসিংদীর মনোহরদী মডেল সরকারি হাই স্কুল মাঠে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জনকল্যাণ নাগরিক সমাজের সভাপতি নুরুল ইসলাম উকিল এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল। উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচিতে শুরু হয় ব্যাপক বৃক্ষরোপণ এবং গাছ বিতরণ কার্যক্রম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার মাষ্টার, বদরুল ইসলাম মোল্লা বাবুল, এডভোকেট আব্দুল হান্নান, আমিনুর রহমান সরকার দোলন, বোরহান উদ্দিন, শামসুল আলম, নাজমুল ইসলাম।
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সিনিয়র সাংবাদিক মোসাদ্দেক রহমান খান, সাংবাদিক আব্দুল কুদ্দুস ও আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ সহ জনকল্যাণ নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছ বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারেন।

জনকল্যাণ নাগরিক সমাজের নেতারা জানান, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজ ও স্থানীয় জনগণকে গাছ লাগানোয় উদ্বুদ্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

এ সময় স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানান এবং জনকল্যাণ নাগরিক সমাজের ভূয়সী প্রশংসা করেন।

পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণ নাগরিক সমাজ ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top