আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অভিযোগ করেছেন যে, ভারত সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের ফলাফল মেনে নিতে রাজনৈতিকভাবে ব্যর্থ হচ্ছে। শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে পাকিস্তান হাইকমিশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সামরিক পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভারতীয় নেতৃত্ব এই বাস্তবতা স্বীকার করতে অনিচ্ছুক।”
দার দাবি করেন, চলতি বছরের এপ্রিলে ভারতই প্রথম আক্রমণ শুরু করেছিল এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের পর যুদ্ধবিরতির আবেদন জানায়। তিনি পাকিস্তানের সামরিক সাফল্যের দাবি করে বলেন, “অপারেশন বুনয়ানুম মারসুসে আমরা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছি, যার মধ্যে চারটি ছিল অত্যাধুনিক রাফাল জেট।”
সিন্ধু পানি চুক্তি ইস্যুতে দার ভারতের সিদ্ধান্তকে “উসকানিমূলক” আখ্যা দিয়ে সতর্ক করেন যে, “ভারত পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করতে পারবে না।” তিনি অভিযোগ করেন, ভারতের আগ্রাসী নীতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ বিচ্ছিন্ন করছে।
অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটি অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা ফিরে পেয়েছে এবং জি-২০-তে অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করছে। কুয়ালালামপুর সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা করেন এবং অক্টোবরে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের প্রস্তুতি পর্যালোচনা করেন।
৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামে ২৭টি দেশের প্রতিনিধিরা এশিয়া-প্যাসিফিকের নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন। দার এই ফোরামকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন।