১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৪ জন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় মামলার সাক্ষ্য দেওয়ায় ও মিছিলে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৪ জন।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অছিম উদ্দিন মুন্সি বাড়ির দরজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায়, গুরুতর আহত মুক্তা বেগম (২২) ও মোঃ মোশারেফ হোসেনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও মোঃ কাঞ্চন (৫৫) ও মোঃ ফারুক (৪৮) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত মোশারেফ হোসেন জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারের মিছিলে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় অলি হাওলাদার, কাঞ্চন, ফারুক, রিফাত, সাদেক (সাদু), মাওঃ সিরাজসহ কয়েকজন মিলে আমাকে অতর্কিতে মারধর করে ও আমার স্ত্রী ছাড়াতে চেষ্টা করলে তাকেও মারধর করে চোখে মারাত্মক জখম করে।

আহত কাঞ্চন বলেন, বেশ কিছুদিন আগে ভিজিএফ’য়ের চাউল বিতরণকালে সাবেক ইউপি সদস্য মালেকা বেগমের উপর হামলার ঘটনার সাক্ষ্য দেওয়ায় স্থানীয় মোশারেফ, নাহিম, কামাল, জাকির, ইয়াকুব, নোমানসহ কয়েকজন মিলে অতর্কিত মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে আমাকে ও আমার ভাইকে আহত করে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাব্বত খান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top