১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিক স্বপ্না আক্তারের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্-এর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে থানার মোড় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু।

স্বাগত বক্তব্যে জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক দীপ্তমান বাংলাদেশের সম্পাদক আব্দুল মমিন বলেন, “গত ৮ জুলাই সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের জংলী পাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা সহ কয়েকজন সংবাদকর্মীর ওপর স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীরা হামলা চালান। সোহেল রানার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং স্বপ্না আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

তিনি আরও জানান, “পরিস্থিতি জানাজানি হলে স্বপ্না আক্তারের আত্মীয়-স্বজন ও সাংবাদিক নেতারা গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।”

ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু অভিযোগ করেন, “সদর থানা মামলাটি নিয়ে টালবাহানা করছে। মামলার তদন্ত কর্মকর্তা চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। অবিলম্বে তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন—ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে সংহতি জানান।

সংবাদকর্মীরা বলেন, “একটি স্বাধীন দেশে সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top