১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ১০ বছর বয়সী শিশু নিখোঁজ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী গ্রামের সুধীর মেম্বার পাড়ায় এক শিশুর রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিশুর নাম শেখ আব্দুলা (১০), পিতা মো. মিজান।

জানা গেছে, শেখ আব্দুলা জামতলী দারুত্তকওয়া আজীজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। তাকে সর্বশেষ দেখা গেছে গতকাল (১৩ জুলাই) দুপুর ২টার দিকে। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

শিশুটির নিখোঁজ হওয়ার খবরে সহপাঠী, শিক্ষক, প্রতিবেশীসহ গোটা এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

শেখ আব্দুলার পরিবার তার সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি শিশুটির বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

📞 যোগাযোগ: ০১৮৭০৮১৪৪৫৬
আপনার একটি খোঁজই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে তাদের প্রাণপ্রিয় সন্তানকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top