মোঃ বাদ শা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে একটি গাড়ি আটক করেছে স্থানীয় জনসাধারণ। পরে সেটি ইউনিয়ন পরিষদ চত্বরে জমা দেওয়া হয়।
জানা যায়, সোমবার (১৫ জুলাই) বিকালে স্থানীয়রা দেখতে পান, একটি গাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অবৈধ লটারির টিকিট বিক্রি করছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বসিয়ে আটক গাড়ির মালিকের বিরুদ্ধে শাস্তি স্বরুপ জনি বনা নির্ধারণ করে, তা জরিমানা আদায় করেন।
এ সময় তিনি জানান, “এই ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের এমন সচেতনতামূলক ভূমিকার প্রশংসা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে, জনসাধারণকে অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার এবং যে কোনো অভিযোগ প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।