মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরণের “মব জাস্টিস” করলে তার চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, “দাবি আদায়ের জন্য মব বা জনসমাবেশ করতেই পারেন। তবে তা হতে হবে জনদুর্ভোগ ও জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে। রাস্তা অবরোধ করে সভা-সমাবেশ, আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর পরিচয় দেখে নয়, অপরাধ দেখেই ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “জেলায় কারা চাঁদাবাজি করছেন, কারা বাসস্ট্যান্ড দখল করে রেখেছেন—সেসব বিষয়ে তালিকা তৈরি হচ্ছে। কেউই ছাড় পাবে না।” সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        