নিজস্ব প্রতিনিধি:
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি গোপালগঞ্জে অবরুদ্ধ এনসিপি নেতাদের জরুরি ভিত্তিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারের দাবি জানিয়েছেন। বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি এই আহ্বান জানান।
রাফি তার পোস্টে সতর্ক করে দিয়ে লিখেছেন, “ওদের হাতে প্রচুর অস্ত্র আছে। নাহিদ-হাসনাতরা যেখানে আটকে আছেন, সেখানে আগুন দেওয়ার চেষ্টা চলছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সব রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ শুধু রাতের অন্ধকারের অপেক্ষায় আছে।”
তিনি জরুরি ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে লিখেছেন, “রাত নামার আগেই হেলিকপ্টারযোগে নেতাদের উদ্ধার করতে হবে। এরপর রাতজুড়ে প্রস্তুতি নিয়ে আগামীকাল কয়েক লাখ জনতা নিয়ে গোপালগঞ্জে প্রবেশ করে জবাবদিহি নিশ্চিত করা যাবে। কিন্তু এখনই নাহিদ, হাসনাতদের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি।”
এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নাহিদ হাসনাত, সারজিস আলমসহ এনসিপির শীর্ষ নেতারা বর্তমানে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।