মোহাম্মদ রকিবুল হক(শাকিল), ফটিকছড়ি প্রতিনিধি:
গত ১৬ই জুলাই চট্রগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে “জুলাই পুনর্জাগরণ” এর শিরোনামে এক বিশাল কনসার্ট অনুষ্ঠিত হয়। উক্ত কনসার্টে বাংলাদেশের নামকরা ব্যান্ড এবং সংগীত শিল্পীরা একসাথে স্টেইজ শেয়ার করে। তার মধ্যে উল্লেখযোগ্য শিরোনামহীন,বে অফ বেঙ্গল এবং দেশের খ্যাতমান অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন এবং পারফর্ম করেন।
কনসার্ট এর একপর্যায়ে গ্রুফ Ctg hip-hop নিয়ে স্টেইজে উঠলেন চট্রগ্রামের জনপ্রিয় র্যাপার এবং লিরিসিস্ট ফটিকছড়ির প্রিয় মুখ মেহেরাজুল করিম রাহি। তিনি চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড এর কলিগড় বাড়ির সাবেক ফুটবলার ও ক্রীড়া ব্যাক্তিত্ব জাহাঙ্গীর আলমের পুত্র।
তিনি শৈশব থেকে সঙ্গীতপ্রেমি এবং ভিন্ন ধর্মী গান বাজনা চর্চা করেন। তার রচিত বিভিন্ন গান ব্যাপকভাবে ফটিকছড়ি এবং চট্রগ্রামে বেশকিছুদিন ধরে সাড়া ফেলে আসছে তারমধ্যে “মালফটিক এন্থেম” এবং “দেশী ভাইবস” অন্যতম। এই দুইটি চট্রগ্রামের আঞ্চলিক বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন প্রোগ্রামে শোনা যায়। এই গানের মাধ্যমে তিনি চট্রগ্রাম থেকে শুরু করে বিদেশ সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তিনি “দৈনিক আমার বাংলাদেশকে জানান”
ছোটবেলায় আম্মুর টেপরেকর্ডারে গান শুনার মাধ্যমে মনে ধারণার জন্ম নেই।মানুষ এত কিছু করে কিন্ত সবার মনের কথা গানে কেমনে তুলে ধরে,অইদিনের চিন্তা থেকে স্বপ্ন দেখা শুরু হয়। ব্যাতিক্রমটা হয় ভিন্নধরনের গান চর্চা নিয়ে আর তা হলো হিপহপ এবং র্যাপ মিউজিক।
বাংলাদেশে Stoic bliss,Deshi Mc’s,Jalali set এর গান শুনতে গিয়ে র্যাপের প্রতি চর্চা আরো বেড়ে গেলো। বিদেশের কিছু হিপহপ আর্টিস্টকে অনুসরণ করে নিজের স্টাইল বের করতে লাগলাম ২০২২ এ র্যাপ ক্যারিয়ারে প্রথম গান “অকথ্য” শিরোনামে প্রকাশ করে খুব সারা পেয়েছি।
তারপর আরো দুইটা গান বের করে ফটিকছড়ি ও চট্রগ্রামের মানুষজনের কাছে ব্যাপক ভালোবাসার কাছে মনে আরো দীর্ঘপথ চলার সাহস জুগাতে লাগলো। তারপর বাংলাদেশের অন্যতম ব্যান্ড “অড সিগনেচার” এর ভোকালিস্ট আমার মেন্টর মুনতাসির রাকিব ভাই এর দিকনির্দেশনা গান বাজনাতে মনোনিবেশ বেড়ে গেল।
আমাকে নিয়ে উনার চিন্তাভাবনার কাছে আমি বারবার মুগ্ধ হয়ে যায়। Ctg hiphop এর কয়েকজন সদস্য 5sta kamrul,Phenol আর সাউন্ড ইঞ্জিনিয়ার আনাসুল হকের পরামর্শে লিরিক আর গান নিয়ে প্রতিনিয়ত সাহায্য পেয়ে আসছি,সিনিয়রদের এমন ভালোবাসা আমার মনকে বড় করে তুলতেছে।
সেই সাথে আমি চট্রগ্রামের সব র্যাপারদের মন থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি। বাংলা র্যাপকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ায় আমার আমাদের একমাত্র লক্ষ্য। সবার দোয়াতে রাখবেন।