নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্রে সংঘটিত সহিংসতার প্রেক্ষাপটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি বিবৃতি প্রকাশ করেছে। বৃহস্পতিবার আইএসপিআরের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বর্তমানে জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসন কর্তৃক জারি করা কারফিউ বলবৎ আছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বুধবার গোপালগঞ্জ সদরে একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, যার ফলে পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হন। সরকারি স্থাপনা ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসে।
ঘটনার বিস্তারিত বর্ণনায় আইএসপিআর জানায়, সমাবেশস্থলে পুনরায় হামলা এবং জেলা কারাগারে ব্যাপক ভাঙচুরের পর সেনাবাহিনী হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের মুখে সেনাবাহিনীকে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করা হয়।
বিবৃতিতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নিরাপদে খুলনায় স্থানান্তরের কথা জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও স্থানীয় জনগণের সহযোগিতার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে উল্লেখ করা হয়।
আইএসপিআর জনগণকে গুজব এড়িয়ে চলতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানায়। বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের পুনর্ব্যক্ত করা হয়।