১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ: যেসব নির্দেশনা মানতে হবে

নিজস্ব প্রতিনিধি:

স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তিন হাজার পদের বিপরীতে ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনে গড়ে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত তিন হাজার চিকিৎসকের মধ্যে দুই হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করবেন। পিএসসি পরীক্ষার্থীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে: প্রথমত, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে শুধুমাত্র প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে, এরপর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। দ্বিতীয়ত, প্রবেশপত্র ও বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না, যা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়ত, প্রবেশপত্রে নির্ধারিত হল যাচাই করে যথাসময়ে উপস্থিত হতে পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরীক্ষায় মোট ৩০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় ২০০ নম্বর (এমসিকিউ পদ্ধতি) এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বরাদ্দ রয়েছে। এমসিকিউ পরীক্ষায় মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের মধ্যে বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তি ১০ নম্বরের প্রশ্ন আসবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতের চিকিৎসক সংকট দূর করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top