১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইয়ামালের কাঁধে বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি

নিজস্ব প্রতিনিধি:

বার্সেলোনার নতুন ১০ নম্বর হিসেবে আবির্ভূত হয়েছেন লামিন ইয়ামাল। বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই তরুণ স্প্যানিশ উইঙ্গারের হাতে ক্লাবের সবচেয়ে সম্মানিত জার্সি নম্বরটি তুলে দেন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে মেসি পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে সৃজনশীল খেলোয়াড়দের প্রতীক এই ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের কাঁধে।

সদ্য ১৮ বছর পূর্ণ করা ইয়ামাল তার প্রতিক্রিয়ায় বলেন, “মেসি এই জার্সিকে যে মর্যাদা দিয়েছেন, তা আমি নিজের মতো করেই সমৃদ্ধ করতে চাই। প্রতিটি ফুটবলারেরই স্বপ্ন থাকে মেসি, ম্যারাডোনাদের কাছ থেকে কিছু শেখার। আমার ক্ষেত্রে সেই স্বপ্ন সত্যি হয়েছে।” এর আগে তিনি ১৯ নম্বর জার্সি পরতেন, যা একসময় মেসিকেও পরতে হয়েছিল।

২০২১ সালে মেসির চলে যাওয়ার পর এই জার্সিটি পেয়েছিলেন আনসু ফাতি। তবে ফর্মের অবনতির পর এখন ইয়ামালকেই এই দায়িত্ব দেওয়া হলো। বার্সেলোনার ইতিহাসে ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, এটি ক্লাবের সৃজনশীল ফুটবলের প্রতীক। রোনালদিনো, জিদানের মতো তারকারা এই জার্সি গায়ে খেলে ইতিহাস গড়েছেন।

ইয়ামালের কথায়, “বার্সার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলার স্বপ্ন ছিল। সেই সুযোগ পেয়ে আমি গর্বিত।” ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, এই তরুণ প্রতিভা তার পূর্বসূরিদের মতোই এই জার্সির মর্যাদা রক্ষা করবে। ফুটবল বিশ্লেষকদের মতে, ইয়ামালের মধ্যে সেই সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে, যা তাকে বার্সার নতুন আইকনে পরিণত করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top