খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ, শোক ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সকাল ১০টায় সরাইল সদরের হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব আবুল কাসেমের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও আব্দুল হাফিজ মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, জাসাস এর সদস্য সচিব সৈয়দ মিনহাজুল হোসেন জাকির, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর ওয়ালি প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শিপন, আজিজুর রহমান সুহেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন মিন্টু সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা জাসদের আহ্বায়ক আহসানুল করিম ঠাকুর রিপনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের বীরোচিত অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এবং জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে মৌন মিছিল ও শোক সভাটি শেষ হয়।