১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে নারী সাংবাদিক স্বর্ণালির ওপর হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি এবং জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে “কলম বিরতি” কর্মসূচি পালন করা হয়েছে।

১৮ জুলাই (শুক্রবার) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন।

বক্তব্য রাখেন ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সদস্য আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ সুজন, আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং ভুক্তভোগী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্।

বক্তারা অবিলম্বে দায়েরকৃত মামলাটি রেকর্ডভুক্ত করার দাবি জানান এবং অভিযুক্ত আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তারা বলেন, “একজন নারী সাংবাদিকের ওপর হামলা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এই হামলার ন্যায়বিচার না হলে সাংবাদিক সমাজ আরও হুমকির মুখে পড়বে।”

কলম বিরতি কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top