২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

নওগাঁর মান্দা উপজেলায় ১৩ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

শুক্রবার (১৮ জুলাই) আয়োজিত এ সম্মেলনে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ মতিন, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

এছাড়া সরাসরি ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল আলম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার। ১৪টি ইউনিয়নের মধ্যে মোট ৯৯৪ জন কাউন্সিলর থাকলেও ভোট দিয়েছেন ৯৩০ জন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ।

সম্মেলনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম এ মতিন, মান্দা উপজেলার সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট প্রমুখ।

উল্লেখ্য, এম এ মতিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক।আর শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলেও ২০১৭ ও ২০২৩ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সর্বশেষ পূর্ণাঙ্গ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১২ সালে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top