২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদারকে শেষ শ্রদ্ধা জানাতে তাড়াশে বিএনপির নেতা কর্মী-সমর্থকদের ঢল

মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মান্নান তালুকদারকে শেষ শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীরা মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে রাখেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। তারা জানাজায় অংশ নিয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান। আবেগঘন পরিবেশে ভারি হয়ে ওঠে তাড়াশের কলেজ মাঠ।

এর আগে শুক্রবার (১৮ জুলাই) বাদ আসর ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার জানাজার পর তার মরদেহ নেয়া হয় নিজ গ্রামের ধুবিলে। সেখানে দুপুর ১২টায় আয়শা-ফজলার স্কুল মাঠে এবং রায়গঞ্জে বাদ যোহর ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হয়।

দিনের শেষ জানাজা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে, বাদ আসর। পরে তাকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top