নিজস্ব প্রতিনিধি:
চকরিয়া পৌর শহরে বিএনপি ও ছাত্রদলের কর্মীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে পৌরসভার জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের ওপর নির্মিত মঞ্চটি ভাঙচুরের শিকার হয়। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পটভূমি হিসেবে জানা যায়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী কক্সবাজার শহরের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করেছিলেন। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা চকরিয়া ও কক্সবাজার শহরে প্রতিবাদ মিছিল বের করে।
নাসিরুদ্দীন পাটোয়ারী তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন, “কক্সবাজারে একজন নব্য গডফাদার জমি দখল ও চাঁদাবাজি করছে, যে সংস্কার বোঝে না।” এই মন্তব্য স্থানীয় রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি ও মাইকিং চলছিল, হঠাৎ বিকেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা চালায়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এম এম সুজা উদ্দিন জানান, “চকরিয়ায় আমাদের সমাবেশ বাতিল করতে বাধ্য হয়েছি, কারণ বিএনপি কর্মীরা মঞ্চ ভেঙে দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য স্থান ত্যাগ করেছি।”
তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাটিকে ছোট করে দেখিয়ে বলেন, “কোনো মঞ্চ ভাঙা হয়নি, শুধু একটি ব্যানার ছেঁড়া হয়েছে। আমরা সংঘর্ষ এড়াতে সতর্ক ছিলাম।”
ঘটনাস্থল থেকে এনসিপি নেতারা নিরাপদে সরে যান বলে জানা গেছে। এই ঘটনা কক্সবাজারের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, বিশেষ করে যখন এনসিপি সম্প্রতি ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।