নিজস্ব প্রতিনিধি:
খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা শেরের মোড় এলাকায় মদপানের পর পাঁচজন ব্যক্তির মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা অসুস্থ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একে একে তাদের মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান জানান, হাসপাতালের রেজিস্ট্রারে মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ভেজাল বা বিষাক্ত দেশি মদ পান করেছিলেন। মৃতদের তালিকায় রয়েছেন বয়রা শেরের মোড়ের বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), খালিশপুর জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং স্থানীয় বাসিন্দা তোতা (৬০) ও আজিবর (৪৫)।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান ঘটনাটি তদন্তের কথা জানিয়ে বলেন, “আমরা ঘটনাস্থলে তদন্তে যাচ্ছি। এখনই সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।” পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের জন্য বাবু ও সাবুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মৃতরা সবাই দিনমজুর ছিলেন এবং স্থানীয়ভাবে মদ্যপ হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মদের নমুনা সংগ্রহ করেছে বলে জানা গেছে।
গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে ভেজাল মদপানে মৃত্যুর ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞরা ভোক্তাদের সচেতনতা ও কর্তৃপক্ষের কঠোর নজরদারির ওপর জোর দিচ্ছেন। খুলনা জেলা প্রশাসন এই ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে বলে জানা গেছে।