নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টিতে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং এবং পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেটের জয় পায় টাইগাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। ওপেনার ফখর জামানের ৪৪ রানের ইনিংস সত্ত্বেও তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট শিকার করে পাকিস্তানের রান প্রবাহ রুখে দেন। মোস্তাফিজুর রহমান তার ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলার হিসেবে সবচেয়ে কম রান খরচে দুই উইকেট শিকারের রেকর্ড গড়েন।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই দুটি উইকেট হারায়। তানজিদ হাসান তামিম (১) এবং অধিনায়ক লিটন কুমার দাস (১) সালাম মিরাজের বোলিংয়ে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ২.২ ওভারে ৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তাদের ৬২ বলে ৭৩ রানের জুটি ম্যাচের গতিই বদলে দেয়।
তাওহিদ হৃদয় ৩৬ রানে আউট হলেও পারভেজ হোসেন ইমন ৩৯ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার এই ইনিংসে ছিল ৩টি চার এবং ৫টি ছক্কা। জাকের আলি অনিককে (১*) সঙ্গী করে ইমন ম্যাচ শেষ করার পর বাংলাদেশের শেষ রানটি করেন ১২.১ ওভারে, ৭ উইকেট হাতে রেখেই।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ২০১৬ সালের এশিয়া কাপের পর প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল। সে সময়ও মিরপুর স্টেডিয়ামে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। এখন তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ পরের ম্যাচে জয় পেলেই সিরিজ জিতে নেবে।