২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারীর ডোমারে পুলিশের অভিযানে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার (২০ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ডোমার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শহীদ আলী (৫৪), পিতা মৃত পাগু মামুদ, গ্রামের বাড়ি পশ্চিম চিকনমাটি আমীরউদ্দীন পাড়া এবং ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম (২৩), পিতা মো. লিটন, ঠিকানা কলেজপাড়া।

গ্রেফতার হওয়া শান্ত ইসলাম দাবি করেছেন, তিনি বর্তমানে ছাত্রলীগের কোনো সাংগঠনিক পদে নেই। বন্ধুদের সঙ্গে ওঠাবসা ও ফেসবুকে দলীয় পোস্ট করাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের পর তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা এবং উপজেলা জামায়াত অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top