২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে ৪ দিন পর কারফিউ প্রত্যাহার, তদন্ত অব্যাহত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্রে সংঘটিত সহিংসতার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা চার দিন পর প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টা থেকে এসব বিধিনিষেধ আর বলবৎ থাকবে না। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং পরবর্তী পুলিশ-সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর জারি করা হয় কারফিউ। প্রথমে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একাধিকবার এর মেয়াদ বাড়ানো হয়েছিল।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, “পরিস্থিতি পর্যালোচনা করে কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও অভিযান চলবে।” সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যার প্রতিটিতে ১,৫০০ জন করে মোট ৬,০০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সহিংসতার দিনে নিহতদের মধ্যে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান বজায় রাখা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top