নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর শেওড়াপাড়ায় একটি ভবনে মঙ্গলবার বিকাল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, যারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার শিহাব সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, তাদের ইউনিটগুলো ঘটনা শোনার পরপরই স্থানটির দিকে রওনা হয়েছিল।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরই কেবল ঘটনার বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। ঘটনাস্থলে প্রচুর উৎসুক জনতার ভিড় জমা হলেও ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষ তৎপরতায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে আগুন লাগার পর আশেপাশের লোকজন দ্রুত সতর্কতা অবলম্বন করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদের বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রেখেছে। ভবনটিতে কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টাও চলছে বলে জানা গেছে। ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।