২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সচিবালয়ে সংঘর্ষে আহত ৮০, ঢামেকে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঘটনাস্থল থেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন মানবজমিন পত্রিকার সাংবাদিক হাবিব হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকালে প্রায় ৮০ জন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে জরুরি সেবা প্রদান করা হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পার্কিংয়ে থাকা কিছু গাড়ি ভাঙচুর করে। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় চত্বর থেকে বের করে দেয়।

সংঘর্ষের সময় সচিবালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পরিলক্ষিত হয়। আহতদের তালিকায় ১৮ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীদের পাশাপাশি ৬৫ বছরব্যক্তিও রয়েছেন। চিকিৎসাধীন বেশিরভাগ আহতের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top